টিপস/ট্রিক্স

উইন্ডোজ মিডিয়াপ্লেয়ার প্লাগিন সমস্যাঃ গুগল ক্রোম ব্যবহারকারিদের জন্য সমাধান

ইন্টারনেট জগতে ব্রাউজ করতে গিয়ে নানান ধরনের ঝাক্কিঝামেলা পহাননি এমন খুজে পাওয়া ভার, এর মাঝে যে কমন সমস্যা গুলো আছে তার একটি হল ভিডিও দেখতে গিয়ে প্লাগিন মিসিং এর সমস্যাটি। আর এই সমস্যাটির সমাধান নিয়ে হাজির হয়েছেন আমার সবার প্রিয় টেকপ্রেমী নুরমোহাম্মদ ভুইয়া…..

আপনারা যারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাদের প্রায় একটি সমস্যার সম্মুক্ষিন হন আর তা হল উইন্ডোজ মিডিয়াফার প্লাগিন সমস্যা। সময় টিভির সাইটে যান দেখুন উইন্ডোজ মিডিয়াফার প্লাগিন সমস্যা দেখাচ্ছে।

 

উইন্ডোজ মিডিয়াফার প্লাগিন সমস্যা
উইন্ডোজ মিডিয়াফার প্লাগিন সমস্যা

 

 

 

আজ আপনাদের সেই সম্যসার সমাধান নিয়ে আমি হাজির হয়েছি। এই এক্সটেনশন www.interoperabilitybridges.com/ChromeWMP/wmpChrome.crx  টি আপনার ব্রাউজারে ধাপে ধাপে ইনষ্টল করুন।

 

ধাপ ১
ধাপ ১

 

 

 

ধাপ ২
ধাপ ২

 

ধাপ ৩
ধাপ ৩

 

ব্রাউজারে chrome://chrome/extensions/ যান । এবং এক্সটেনশনটি খুজে বের করে নিচের মত সেটিংস নির্বাচন করুন।

 

 

ধাপ ৪
ধাপ ৪

 

 

ইনস্টল করার পর ব্রাউজার ক্লোজ করে নতুন করে খুলুন আবার সময় টিভির সাইটে যান দেখুন আর সমস্যা নাই।

 

 

সমাধান
সমাধান

 

 

নুরমোহাম্মদ ভুইয়া

জীবনে অনেক হেরেছি, কিন্তু কখন হারতে শিখিনি http://www.facebook.com/jadobd

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।