ভুল হলেই ভাইব্রেশন
লিখতে গেলে ভুল হয়না,এমন মানুষ হয়তো খুবই কম…।
তারপরও মানুষ মাত্রই ভুল।
ভুল হওয়া টা অস্বাভাবিক কিছুই নয়।
কিন্তু ব্যাপারটা কেমণ হবে?
যখন আমরা কোন কিছু লিখতে যাবো কোন ভুল হলে অথবা ভুল লিখতে গেলে কলম টা জানিয়ে দিবে।
চলুন,জানা যাক সেই সম্পর্কে………
“মিউনিখ” জার্মানির বায়ার্ন রাজ্যের রাজধানী।
“লার্নসটিফট”,মিউনিখের একটি প্রতিষ্ঠান।
সম্প্রতি তারা এমন একটি কলম আবিষ্কার করছে,যেই কলম এর দ্বারা ভুল বানান লিখলেই ভাইব্রেট করে উঠবে। আর লেখক বুঝে যাবে যে তাঁর কোথাও ভুল হচ্ছে।
জানা গেছে, আবিষ্কৃত এই কলমে ব্যবহার করা হয়েছে অন্য দশ টা কলমের ন্যায় সাধারণ কালি।
দেখতেও সাধারণ কলম এর ন্যায়।তবে বাড়তি হিসেবে এতে বসানো হয়েছে বিশেষ ধরণের মোশাল সেন্সর,ছোট আকারের ব্যাটারি এবং ওয়াইফাই চিফ।
এগুলো কলমের ভুল বানান ও খারাপ হাতের লেখা শনাক্ত করবে।
দেড় বছরেরও অধিক সময় গবেষণার পর লার্নসটিফট গবেষকগণ এটা আবিষ্কার করেন।