সর্বশেষ টেক নিউজ

সিটি আইটি মেলা শুরু ৩০ মার্চ

ঢাকার আগারগাওয়ে অবস্থিত বিসিএস কম্পিউটার সিটিতে ৩০ এ মার্চ ২০১৭ থেকে শুরু হচ্ছে “সিটি আইটি ২০১৭” মেলা। ৯ দিনের কর্মসূচী নিয়ে শুরু হবে এই মেলা, যা শেষ হবে ৭ এপ্রিল ২০১৭। এবারের মেলার স্লোগান “কম্পিউটার পণ্য সবার জন্য”।সিটি আইটি মেলা শুরু ৩০ মার্চ 2
মূল্যছাড় সহ প্রযুক্তি পণ্যে থাকবে উপহার। এ ছাড়া গেমিং, ডিজিটাল আলোকচিত্র, কুইজ প্রতিযোগিতা সহ অনেক আয়োজন এর উদ্যেগ নেয়া হয়।
সাধারণ দর্শনার্থী দের জন্য মেলার টিকেট এর দাম ধার্য করা হয়েছে মাত্র ২০ টাকা।
আর শিক্ষার্থী রা তাঁদের কার্ড দেখিয়ে বিনা টিকেটে ঢুকতে পারবে।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।