অ্যান্ড্রয়েডপ্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

হ্যালিও সিরিজের নতুন ফোন

 

হ্যালিও সিরিজের নতুন ফোন 2

মোবাইল প্রেমীদের জন্য“এডিসন গ্রুপ” সম্প্রতি নতুন করে ঘোষণা দেয় যে,তারা হ্যালিও সিরিজের নতুন ফোন বাজারে আনবে।যার মডেল এর নাম দিয়েছে “হ্যালিও এস ২৫”।

ফিচার হিসেবে এতে পিছনের দিকে ডুয়াল ক্যামেরা যুক্ত করেছে প্রতিস্ঠান টি।

পিছনের ক্যামেরাতে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেল।আর সাম্নের দিকে রয়েছে ১৩ মেগাপিক্সেল।

ফোন টি সাড়ে পাচ ইঞ্ছি মাপের। এতে রয়েছে ৪ জিবি র্যা ম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।

চলতি মাসের ৭ তারিখ থেকে এ ফোন টির জন্য আগাম ফরমাশ নিতে শুরু করছে এডিসন গ্রুপ।

আগাম ফরমাশদাতের জন্য রয়েছে ফাস্ট ট্রাকের ঘড়ি উপহার।

হ্যালিও-বিডি ডটকম ও পিকাবু থেকে এ পরমাশ দেওয়া যাবে।

ফোন টির দাম ২১ হাজার ৯৯০ টাকা।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।