স্মার্টফোন ‘বিয়িং স্মার্ট’ আনছে সালামান খান
পঞ্চাশোর্ধ বলিউড কাপানো সালমান ওরফে আব্দুল রশিদ সেলিম সালমান খান এবার ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে স্মার্টফোন কোম্পানির কথা ভাবছেন।
সম্প্রতি জানা যায় এই ভলিউড হিরো মোবাইল ফোন এর ব্যবসা শুরু করতে যাচ্ছেন।
ভিবো, অপো, শাওমির মতো ব্র্যান্ড গুলোর সাথে প্রতিযোগিতা করতে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন ছাড়ার পরিকল্পনা করছেন মিঃ খান।
ইকোনোমিক্স টাইমের এক প্রতিবেদন থেকে জানা যায়, সালমানের একটি কাপড়ের ব্র্যান্ড রয়েছে, যার নাম “বিয়িং হিউম্যান”। এখন স্মার্টফোন ব্র্যান্ড এর নাম নিবন্ধন করেছেন “বিয়িং স্মার্ট” নামে।
শুরুতে ফোনগুলো অনলাইন এ বিক্রি করার পরে মোবাইল অপারেটর দের সাথে চুক্তি করে বাজারে ছাড়ার পরিকল্পনা করছেন খান।
এখন দেখা যাক, সাল্লু তথা সালমান ভক্তরা তাদের হিরোর ‘বিয়িং স্মার্ট” কে কতটা মূল্যায়ন করছে। ধারণা করা হচ্ছে এর দাম ২০ হাজার রুপির কম হতে পারে।
তথ্য সূত্রঃ জিনিউজ
good post