অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনসর্বশেষ টেক নিউজ

নারী কর্মীদের জন্য ‘সঞ্চিতা’

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ নারীদের জন্য সহজে অর্থনৈতিক শিক্ষাবিষয়ক মুঠোফোন  অ্যাপ্লিকেশান “সঞ্চিতা” তৈরি করেছেন। মহিলা ও শিশুবিষয়ক  প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ১৬ই মার্চ অ্যাপ টি উদ্বোধন করেন।

তৈরি পোশাকশিল্পের সাথে জড়িত নারী কর্মীদের জন্য অ্যাপ টি তৈরি করা হয়েছে। গুগল প্লেষ্টোর থেকে অ্যাপটি বিনামূল্যে নামানো যাবে।

ছয়টি বিভাগ নিয়ে অ্যাপ টি তৈরি করা হয়……।।নারী কর্মীদের জন্য 'সঞ্চিতা' 2

  1. অর্থনৈতিক ব্যবস্থাপনা,
  2. সঞ্চয়,
  3. ক্রেডিট,
  4. বিনিয়োগ,
  5. অর্থনৈতিক প্রতিষ্ঠান,
  6. ব্যাংকিং।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

One thought on “নারী কর্মীদের জন্য ‘সঞ্চিতা’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।