নারী কর্মীদের জন্য ‘সঞ্চিতা’
বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ নারীদের জন্য সহজে অর্থনৈতিক শিক্ষাবিষয়ক মুঠোফোন অ্যাপ্লিকেশান “সঞ্চিতা” তৈরি করেছেন। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ১৬ই মার্চ অ্যাপ টি উদ্বোধন করেন।
তৈরি পোশাকশিল্পের সাথে জড়িত নারী কর্মীদের জন্য অ্যাপ টি তৈরি করা হয়েছে। গুগল প্লেষ্টোর থেকে অ্যাপটি বিনামূল্যে নামানো যাবে।
ছয়টি বিভাগ নিয়ে অ্যাপ টি তৈরি করা হয়……।।
- অর্থনৈতিক ব্যবস্থাপনা,
- সঞ্চয়,
- ক্রেডিট,
- বিনিয়োগ,
- অর্থনৈতিক প্রতিষ্ঠান,
- ব্যাংকিং।
খুব সুন্দর লিখছেন।