সর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

হার্ডওয়্যার চমক নিয়ে ফেসবুক

হার্ডওয়্যার চমক নিয়ে ফেসবুক 2২০০৪ সালে যাত্রা শুরু করে ছোট থেকে বড় সব বয়সী মানুষের মন জয়কারীর নাম নিঃসন্দেহে ফেসবুক।

আগামী মাসের ফেসবুক ডেভেলপার সম্মেলন কে ঘিরে থাকবে একটা নতুন চমক। চমক হিসেবে নতুন হার্ডওয়্যার পণ্য প্রদর্শন করতে পারে যা কিনা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যাপল, গুগল এর সাথে টেক্কা দিতে পারে।

এগুলোর মধ্যে থাকতে পারে পরবর্তী প্রজন্মের ক্যামেরা, এআর তথা অগমেন্টেড রিয়ালেটি, ড্রোন ও মস্তিষ্ক স্ক্যানিং প্রযুক্তি।

বর্তমানে বিভিন্ন হার্ডওয়্যার পণ্যের পাশাপাশি ফেসবুক সৌরচালিত এয়ারক্রাফট অ্যাকুইলা নিয়েও কাজ করছে।

বৈশ্বিকভাবে এর মাধ্যমে ৪০০ কোটি মানুষ কে ইন্টারনেট সেবা পোঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।