টিপস/ট্রিক্স

কিভাবে ফেসবুক ডিলেট করবেন আজীবনের জন্য

আমরা সবাই ফেসবুক চালাই আর প্রায় অনেকেরই কোন না কোন কারনে ফেসবুক ডিলেট করতে হয়। তো আমারা অনেকেই জানি আবার অনেকেই জানি না। কিভাবে ফেসবুক দিলেট করে যারা জানি না তারা শুধু ফেসবুক ডি-একটিভ করে রাখি আর যারা জানি তারা ডিরেক্ট ডিলেট করে দেই। তো যারা যানে না আজকের ব্লগটি তাদের জন্য। আর যারা যানে তাদের মধ্যেও অনেকে এই শর্টকাট পন্ধটি যানে না তো কাজ শুরু করা যাক।
১* প্রথমে আপনি আপনার ব্রাউজার এ যান তারপর আপানার ফেসবুক এ লগিন করুন
২* তাঁর পর ব্রাউজার এর এড্রেস বার লেখুন-
http://www.facebook.com/help/delete_account
তারপর ইন্টার চাপুন-
৩* তারপর delete my account এ ক্লিক করুন। তাপর ok দিন
৪*এখন একটি বক্স আসবে সেখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিবেন আর মাঝ খানে যে কেপচা লেখা আছে সেটা নিচে লেখবেন.
৫* তারপর আবার delete my account এ ক্লিক করুন। বাস আপনার কাজ শেষ
এখন আপানার অ্যাকাউন্ট ১৪ দিন পর বন্ধ হবে আর আপনি যদি এই ১৪ দিন এর ভিতরে ফেসবুক লগিন করেন তাহলে আপনার ফেসবুক আবার চালু হবে।

কোন প্রবলেম হলে জানাবেন, ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।