ডেটা বাচাতে গুগলের নতুন অ্যাপ “ট্রাই-এঙ্গেল”
অপ্রয়োজনীয় ডেটা খরচ কমাতে গুগল নিয়ে এসেছে ট্রাই এংগেল নামের এই নতুন অ্যাপ। এই অ্যাপের মাধ্যেম নিজের ইচ্ছেমতো অ্যাপ্লিকেশনকে ডেটা ব্যবহার থেকে বিরত রাখতে পারবেন ব্যবহারকারী।
সম্প্রতি অ্যান্ড্রয়েড পুলিশ ওয়েবসাইটের মাধ্যমে প্রথম প্রকাশ হয় “ট্রাই-এঙ্গেল” অ্যাপের নাম। ওয়েবসাইটটি থেকে জানা যায় যে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের একটা বড় অংশেই ডেটা স্বল্পতা রয়েছে। এই ব্যবহারকারীরা যাতে নিজেদের অতিরিক্ত ডেটা খরচ কমাতে পারেন সেজন্যই এই অ্যাপের জন্ম। তবে আপাতত শুধুমাত্র ফিলিপাইনেই পরীক্ষামূলক ভাবে এই অ্যাপ মুক্তি দিয়েছে গুগল।
এই অ্যাপের মাধ্যমে কি কি করা যাবে-
- ডেটা ব্যবহারের পরিমান
- অপ্রয়োজনীয় অ্যাপকে ডেটা ব্যবহার থেকে বিরত রাখা যাবে।
- নতুন অ্যাপকে ডেটা ব্যবহার না করতে দিয়েই চালানো যাবে।
এছাড়া বেশ কিছু ফিচার রয়েছে যা শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি কোম্পানির নেটওয়ার্ক ব্যবহারকারীদের দেওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে খুব দ্রুতই অ্যাপকে সারা বিশ্বে মুক্ত করে দেওয়া হবে।