ফ্রি ওয়াইফাই খুজে দিবে ফেসবুক

ফেসবুক প্রতিদিনই আনছে নতুন নতুন টুল যা ব্যবহারকারীদের অন্য সোশিয়াল সাইট ব্যবহারে নিরুৎসাহিত করে। এবার ফেসবুক আনছে ” পাবলিক ওয়াইফাই ” খুজে পাওয়ার টুল।

 

ফ্রি ওয়াইফাই খুজে দিবে ফেসবুক 2ফেসবুকের এই নতুন টুলের সাহায্যে যে কেউ ই নিজের আশেপাশে কোথায় পাবলিক ওয়াইফাই আছে তা খুজে নিতে পারবেন। একই সাথে সেই প্রতিষ্ঠানের নানান ডিটেইলস ও জানিয়ে দিবে ফেসবুক। যদি আপনি স্বল্প ডেটায় থাকেন কিন্তু আপনার কিছু ডাউনলোড করা দরকার তখন আপনি এই ফিচার এর সুবিধা নিতে পারেন। তবে এই ফিচারের সমস্যা হলো এই ফিচার ব্যবহারের সময় আপনার লোকেশন হিস্টোরি রেকর্ড হবে। অর্থাৎ আপনি কোথায় কোথায় ফ্রি ওয়াইফাই ব্যবহার করছেন তা রেকর্ড থাকবে ফেসবুকের ডেটাবেসে। আপাতত এই ফিচার শুধুমাত্র আইফোনে কার্যকর আছে আর কিছু নির্ধারিত শহরেই এই সুবিধা পাওয়া যায়। তবে এই ফিচার খুব দ্রুত ছড়ানোর পরিকল্পনা আছে ফেসবুকের।

উদয়

সবার মধ্যেই কিছু না কিছু থাকে,সেই কিছু খোজার প্রচেষ্টাতেই আছি। ভালো লাগে টেকনোলজি,তাই টেক-মাস্টারব্লগের সাথে সম্পৃক্ততা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।