প্রশিক্ষন পাবে ত্রিশ হাজার নারী উদ্যোক্তা
নারীদের স্বাবলম্বী করতে ৩০হাজার নারী উদ্যোক্তাকে বাংলাদেশ উইমেন আইসিটি ফ্রন্ট্রিয়ার ইনিশিয়েটিভ- ওয়াইফাই এর আওতায় প্রশিক্ষণ দেবে সরকার।
বুধবার ঢাকার একটি হোটেলে বিশ্বে চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশ উইমেন আইসিটি ফ্রন্ট্রিয়ার ইশিশিয়েটিভ-ওয়াইফাই এর উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এখান থেকে জানা যায় ওয়াইফাই এর আওতায় ২০১৮ সালের মধ্যে ৩০হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিবে সরকার। যাতে নারীরা প্রযুক্তি খাত কে কাজে লাগিয়ে নিজেদের উন্নয়ন ঘটাতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন। ২০১৬ সাল পর্যন্ত নারী পুরুষ মিলিয়ে প্রায় ২৬লাখ বাংলাদেশি বেকার ছিলেন। আইসিটি খাতে যদি প্রথম ধাপে ৩০হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া যায় এবং পরবর্তীতে যদি এই কার্যক্রমকে ঠিকমতোন চালানো যায় তাহলে আশা করা যায় বেকারত্বের অভিশাপ ধীরে ধীরে দেশ থেকে ঘুচবে।