অ্যান্ড্রয়েডইলেকট্রনিক্সপ্রযুক্তি আয়োজনপ্রযুক্তি-বাজারমোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

প্রযুক্তির উৎকর্ষে নোকিয়ার প্যাটেন্ট ক্রয় শাওমির

উইন্ডোজের মালিক মাইক্রোসফটের থেকে প্রায় ১৫০০ প্যাটেন্ট কিনার প্রায় বছর খানেক পর চীনের প্রযুক্তি কোম্পানি শাওমি বুধবার নোকিয়ার প্যাটেন্ট স্বত্ত ভাগাভাগির চুক্তি করেছে বলে জানা গেছে। 

প্রযুক্তির উৎকর্ষে নোকিয়ার প্যাটেন্ট ক্রয় শাওমির 2নতুন এই চুক্তিতে নোকিয়া থেকে একটি বড় অংকের পেটেন্ট কিনেছে শাওমি। চুক্তিতে  শাওমিকে নেটওয়ার্কিং এর যন্ত্রাংশ সরবরাহ করবে পাশাপাশি তারা একে অপরের নেটওয়ার্কিং ব্যবহার করতে পারবে। তাছাড়া প্রযুক্তির উন্নয়নে একে অপরের সাথে বিনিময়ের মাধ্যমে ভার্চুয়াল রিয়ালিটির মতো প্রযুক্তির নানা তথ্য ও যন্ত্রাংশ ও বিনিময় করবে।

চুক্তি নিয়ে শাওমির নির্বাহী কর্মকর্তা লেই জুন বলেন

“পৃথিবীকে আরো অবাক করা প্রযুক্তি উপহার দিতে নোকিয়ার সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।”

আর নোকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব সুরি জানান

“শাওমির মতো জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত।”

বর্তমান চিনা বাজারে শাওমিকে লড়াই করতে হচ্ছে অপ্পো-ভিভোর মতো কোম্পানির সাথে তাই নিজেদেরকে বাজারে অন্যদের তুলনায় এগিয়ে রাখতেই শাওমির এই পদক্ষেপ।

শাওমির দাবি এখনো পর্যন্ত বিশ্বে প্রায় ৬.৫ কোটি ফোন রয়েছে শাওমির। যার মধ্যে ৮০লাখ ফোন গড়ে প্রতিদিন ব্যবহার হয়। বাংলাদেশের বাজারে এইচএমডি গ্লোবালের অধীনস্থ নোকিয়ার পাশাপাশি শাওমি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে।

উদয়

সবার মধ্যেই কিছু না কিছু থাকে,সেই কিছু খোজার প্রচেষ্টাতেই আছি। ভালো লাগে টেকনোলজি,তাই টেক-মাস্টারব্লগের সাথে সম্পৃক্ততা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।