৪জি গতি জিবিপিএস’র প্রস্তাব, অপারেটরদের ৫ এমবিপিএস !
৩জি সেবা হাতের কাছে সুলভ মূল্যে পৌছানো ও বাস্তবায়ন এর আগেই ৪জি বা চুতুর্থ প্রজন্মের টেলিসেবার হাক ডাক উঠছে টেলিকম ইন্ডাস্ট্রিতে। ৪জির গতি নির্ধারন করে বিটিয়ারসি গত মঙ্গলবার ওয়েবে এ নিয়ে খসড়া নীতিমালার উপর দৃষ্টিপাত করে মত বিনিময়ের জন্য সময় ও বেধে দিয়েছে।
নীতিমালাটির খসড়ায় সবর্নিম্ন গতি ১০০ এমবিপিএস করার প্রস্তাবনা আসে।
এক্ষেত্রে মোবাইল কোম্পানিগুলোর কিপ্টেমি স্বভাব রেখে ৫ এমবিপিএস কে ই তারা ৪জি বা এলটিই হিসেবে বিবেচনা করতে চাইছে।
দেশের সেরা একাধিক কোম্পানি ৪জি নেটওয়ার্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেও তা ১০০ এর ধারে কাছে ছিলোনা।
আর জিবিপিএস গতি ৪জির সেবার ব্যপারে সেরা অপারেটরের উচ্চপদস্থ কর্মকর্তা মতামত দিয়ে বলেন, ১০০ এমবিপিএস থেক ১ জিবিপিএস এর জন্য খরচ বাড়বে ১০০০% যা কিনা গ্রাহকের সেবার নেওয়া থেকে বঞ্চিত করে অপারেটরদের করবে ব্যবসা বিফল।
খসড়া অনুযায়ি পর্যায়ক্রমে ১.৫ বছর থেকে ৫ বছরের মধ্যে ৪জি সেবা স্থাপন ও পরিচালনার কথা বলা হলেও বাস্তবে তা ১৭ সালে এসেও ৩জির হাল হকিকত হয় কিনা সেটা দেখার বিষয়।