সর্বশেষ টেক নিউজ

অপেক্ষার প্রহর শেষ: আইফোন ৫ উন্মুক্ত হবার দিন ঘোষিত হচ্ছে ১২-ই সেপ্টেম্বর

অ্যাপল আইফোন ফাইভ। তৈরি হচ্ছে আইফোন ফাইভ, এই ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে নানা জল্পনা-কল্পনা এমনকি উপদেশ দেয়াও শুরু হয়ে যায়। আইফোন ফাইভ কেমন হবে, কেমন হওয়া উচিত, কি কি বৈশিষ্ট্য বাস্তবেই এতে যুক্ত থাকবে- এরকম হাজারো প্রশ্ন আর গুঞ্জন চলছিল বেশ অনেকদিন থেকেই। অবশেষে প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সম্প্রতি এক প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ১২ সেপ্টেম্বর এ আসতে পারে আইফোন ফাইভ।অপেক্ষার প্রহর শেষ: আইফোন ৫ উন্মুক্ত হবার দিন ঘোষিত হচ্ছে ১২-ই সেপ্টেম্বর 2

 

আইমোর নামে একটি ব্লগের প্রতিবেদন থেকে জানা যায়, অ্যাপল আগামী ১২ সেপ্টেম্বর আইফোন ফাইভ এবং একটি নতুন আইপড ন্যানো বাজারে আনার ঘোষণা দেবে। এবং ২১ সেপ্টেম্বর থেকে সেগুলো সাধারণ ক্রেতাদের জন্য খুচরো বাজারেও পাওয়া যাবে।

একই দিনে অ্যাপলের আইপ্যাড মিনি বাজারে আসার ঘোষণা দেয়া হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
দেখা যাক আসলে কি হয়??
অপেক্ষার দিন শুরু। কবে ১২ সেপ্টেম্বর আসবে।

 

 

 

 

অপেক্ষার প্রহর শেষ: আইফোন ৫ উন্মুক্ত হবার দিন ঘোষিত হচ্ছে ১২-ই সেপ্টেম্বর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।