অ্যান্ড্রয়েডঅ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনআইওএসসর্বশেষ টেক নিউজ

উবার পাঠাও চলো ৩টি সেবায় ‘ইজিয়ার’

উবার পাঠাও চলো কোম্পানির মতো জনপ্রিয় রাইডিং/শেয়ারিং অ্যাপের সাথে পাল্লা দিতে এবার আসছে দেশি উদ্যোগ “ইজিয়ার। উবার পাঠাও যখন দেশের মার্কেটে যায়গা করে নিচ্ছিলো তখন ই জানা যায় ভারতীয় কোম্পানি “ওলা” আসছে  বাংলাদেশে। আর এই উত্তাপ কাটতে না কাটতেই এবার আসছে দেশি রাইডিং শেয়ার অ্যাপ ইজিয়ার।

সেপ্টেম্বরেই পরীক্ষামূলকভাবে ছাড়া হবে এই অ্যাপ। এই অ্যাপ দিয়ে দ্রুত এবং সহজে গাড়ি, বাইক কিংবা অ্যাম্বুলেন্স বুক করা যাবে। পাশাপাশি দূরের যাত্রার জন্য গাড়ি আগে থেকেই বুক করে রাখলে গাড়ি যথাসময়ে হাজির হয়ে যাবে আপনার কাছে।

ইজিয়ারের পক্ষ থেকে জানানো হয় যে, তারা সেপ্টেম্বরেই ঢাকায় পরিক্ষামূলকভাবে ইজিয়ার চালু করবে। তারপর তা এবছরেই চট্টগ্রাম ও সিলেটে চালু করার পরিকল্পনা তাদের আছে।

আপাতত ঢাকায় সার্ভিস চালুর পাশাপাশি গাড়ি ও প্যাসেঞ্জারদের রেজিস্ট্রেশন করার জন্য আগ্রহী করে তোলার চেষ্টা চালাবে তারা।

এ ব্যাপারে ইজিয়ারের পরিচালক কামরুল হাসান ইমন বলেন,

আমরা দেশীয় উদ্যোক্তা এবং দেশীয় প্রযুক্তিবিদের মেধা ব্যবহার হয়েছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে।

ইজিয়ার অ্যাপ ডাউনলোডঃ

যাত্রী : http://bit.ly/2t1hmPw
ড্রাইভার : http://bit.ly/2uYk0qF

উদয়

সবার মধ্যেই কিছু না কিছু থাকে,সেই কিছু খোজার প্রচেষ্টাতেই আছি। ভালো লাগে টেকনোলজি,তাই টেক-মাস্টারব্লগের সাথে সম্পৃক্ততা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।