ভুল ইমেইল পাঠালে যেভাবে ফিরিয়ে নিবেন
দৈনন্দিন ইমেইলিং এর যুগে ভূলবশত ভুল মানুষকে মেইল পাঠিয়ে ফেলতে পারি প্রায়সময়ই। অসাবধানতায় ভুল মানুষকে মেইল পাঠিয়ে ফেলা খুবই বিব্রতকর। তবে আপনি জিমেইল থেকে এমন কিছু করলে সেই মেইল প্রত্যাহার করার উপায় রয়েছে।
ভুলবশত পাঠানো মেইল প্রত্যাহার করতে কী করবেন জেনে নিন-
- প্রথমে gmail এ লগ-ইন করুন।
- ডানদিকে সেটিংস অপশনে ক্লিক করুন।
- এবার “Undo Send” সেকশনে গিয়ে “Enable Undo Send” -এ ক্লিক করুন।
- এবার আপনি ভুলে ইমেইল করলে সাথে সাথে এটি কেন্সেল করার অপশন আছে।
ভিডিওতে পুরো প্রক্রিয়াটি দেখানো হয়েছে যা আপনাদের বুঝতে সাহায্য করবেঃ
বিস্তারিত মতামত জানাতে পারেন, আর ভাল লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে।
চ্যানেল সাবস্ক্রাইব ফেইসবুক হুমায়ুন কবির
Thanks for your good Tips.
Thanks for your fantastic tips