গিগাবাইট ব্রিক্স পিসি আটবে হাতের মূঠোয়
হাতের মূঠোয় এটে যাওয়া পিসি ইনটেল স্টিক এর পর এবার গিগাবাইট একই টাইপের প্রোডাক্ট নিয়ে হাজির হলো। বাংলাদেশের বাজারে আনলো ছোট আকৃতির পিসি। এটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড।
এতে ব্যবহার কারা হয়েছে ইন্টেল সপ্তম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর। এই পিসিতে রয়েছে আল্ট্রা কমপ্যাক্ট পিসি ডিজাইন, দুইটি ডিডিআর ফোর র্যাম স্লট, ২ দশমিক ৫ ইঞ্চি এইচডিডি ও এসএসডি স্লট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৪ দশমিক ২।
আরও রয়েছে ইন্টেল ৬২০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, ইউএসবি ৩.১ এবং ইউএসবি ৩.০ এর এর দুইটি করে স্লট, এইচডিএমআই প্লাস মিনি ডিসপ্লে পোর্ট আউটপুট, ইন্টেল গিগাবিট ল্যান, এইচডিএমআই ২.০ স্লট, হেডফোন এবং মাইক্রোফোন জ্যাক।
এই পিসিটির মডেল হলো জিবি-বিকেআই৩এইচএ-৭১০০।
একনজরে এর ফিচার গুলো
- Features Latest Intel® 7th generation Core Processors
- Ultra compact PC design at only 0.6L (46.8 x 112.6 x 119.4mm)
- Supports 2.5” HDD/SSD, 7.0/9.5 mm thick (1 x 6 Gbps SATA 3)
- 1 x M.2 SSD (2280) slot
- 2 x SO-DIMM DDR4 slot (2133 MHz)
- Intel® IEEE 802.11 ac ,Dual Band Wi-Fi & Bluetooth 4.2 NGFF M.2 card
- Intel® HD Graphics 620
- 2 x USB3.1 (1* USB Type-C™)
- 2 x USB 3.0
- HDMI 2.0
- HDMI plus Mini DisplayPort Outputs (Supports dual displays)
- Intel Gigabit lan
- Headphone/Microphone Jack
- VESA mounting Bracket (75 x 75mm + 100 x 100mm)
এর দাম নির্ধারণ করা হয়েছে ২৭৫০০ টাকা এবং তিন বছরের বিক্রয়োত্তর সেবা।
Gigabyte BriX Review by Abir…..
Dekhun amader Janesar Ali Abir vai er mota moth ki Brix som-mon-dey….
Gepostet von AORUS am Freitag, 11. August 2017