সর্বশেষ টেক নিউজহার্ডওয়্যার

ইন্টেল এর ১৮ কোর আই ৯ ৭৯৮০এক্সই আসছে অক্টোবর এই

বেশি বেশি কোর বিশিষ্ট প্রসেসর তৈরীর যুদ্ধে ইনটেল রিলিজ দিচ্ছে ১৮ কোর এর প্রসেসর। এবং এই কোর আই ৯ প্রসেসর এর দেখা মিলবে অক্টোবর এর ৩য় সপ্তাহতেই, তেমনটাই ঘোরতর সম্ভাবনা।

ইন্টেল এর ১৮ কোর আই ৯ ৭৯৮০এক্সই আসছে অক্টোবর এই 2

মূলত এ এম ডি ‘র রাইজেন থ্রেডরিপার ১৯২০ক্স ও ১৯৫০ক্স কে প্রতিযোগিতায় ফেলতেই ইন্টেল এর এই যুদ্ধ।

উল্লেখ্যঃ কোর আই ৯ এ মূলত গেমিং গ্রাফিক্স ও অ্যানিমেশনকে শক্তিশালি করাকে কেন্দ্র করেই তৈরী করা হচ্ছে যাতে প্রসেসর স্পীড ৩.৩ গিগাহার্টজ ও ক্যাশ মেমরি থাকবে ১৩.৫ এমবি। এতে ডিডিআর৪ ২৬৬৬ বাস স্পিড এর র‍্যাম সাপোর্ট করবে আর মাদারাবোর্ড থাকবে ২০৬৬ সকেটের।

তবে দামের দিক দিয়েই যত বাড়াবাড়ি। মূল্য সম্ভাব্য ৮০ হাজার টাকার উপরে।

তথ্যসূত্রঃ গুরু৩ডি

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।