অ্যান্ড্রয়েডটিউটোরিয়ালটিপস/ট্রিক্স

স্মার্টফোনে জায়গা খালি করুন সহজেই

তথ্যপ্রযুক্তির বিকাশ এর যুগে হাতে হাতে স্মার্টফোন। এই দৌড়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনই এগিয়ে। আজকে দেখবে কিভাবে সহজেই হাতে স্মার্টফোন এর মেমরি স্পেস খালি করতে পারেন। তো চলুন শেয়ার করা যাক সেরা উপায় গুলো, সাথে আছি, আমি লাকি এফএমস্মার্টফোনে জায়গা খালি করুন সহজেই 1

অ্যান্ড্রয়েড সেট এর সবচেয়ে বিরক্তিকর এবং সবার কাছে আসা একটি বিষয় হলো নতুন করে অ্যাপস সেটাপ করতে না পারা কিংবা নতুন আপডেট ইনষ্টল করতে না পারা। কারন একটাই, ফোনটা ৮ জিবি কিংবা ১৬/৩২/৬৪ জিবির যাই হোক না কেন, ছবি ভিডিও সহ অ্যাপস ও ডাটায় কানায় কানায় পরিপূর্ণ। নড়েচড়ে বসার সময় হয়েই গেল।
কারন কিছু কুইক সলুশন এর মাধ্যমে সহজেই এই জঞ্জাল থেকে মুক্তি পেতে যাচ্ছেন কিছুক্ষন এর ভিতর। এবং খালি হতে যাচ্ছে হাজার হাজার মেগাবাইট, এমনকি কয়েক গিগাবাইট পর্যন্ত।

১. অ্যাপস ডাটা ক্লিয়ার করুন
২. ডাউনলোড ফোল্ডার ক্লিয়ার করুন
৩. কপি করা ফাইল ভিডিও ছবিগুলো সোজা ডিলেট করুন
৪. ডাউনলোড করা ভিডিও পডকাস্ট মিউজিক ব্যবস্থাপনা
৫. অফলাইন গুগল ম্যাপ মুছুন
৬. অপ্রয়োজনীয় অ্যাপস ফেলে দিন
৭. অব্যবহৃত ফোল্ডার খুজুন অ্যান্ড্রয়েড বিল্ট ইন টুলস দিয়ে
৮. মেমরি কার্ড থাকলে ডাটা স্থানান্তর করুন
৯. ক্লাউড সিস্টেম এ ফাইল আপলোড
১০. বড় অ্যাপস গুলোকে সেকেন্ড মেমরিতে স্থানান্তর করুন

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।