ডেস্কটপে আসছে ফেসবুক ‘স্টোরিজ’
ফেসবুক মোবাইল অ্যাপের ‘স্টোরিজ’ ফিচারটি ডেস্কটপের জন্য আনতে যাচ্ছে ফেইসবুক। মোবাইল অ্যাপে এই ফিচারটি ব্যবহারকারীদের মাঝে জনপ্রিয়তা পাইনি তারপরও ডেস্কটপে এই ফিচারটি আনার জন্য পরীক্ষা চালাচ্ছে ফেইসবুক।
এটি নিয়ে ফেসবুকের একজন মুখপাত্র জানান, এই ফিচারটি এখন পরীক্ষামুলক ভাবে থাকলেও খুব শিগগির এই ফিচার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামে এই ফিচারটি জনপ্রিয়তা না পেলেও ডেস্কটপে এটি জনপ্রিয় হবে বলে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে। নতুন ফিচারটি হোম পেজের ওপরের ডান কোণায় থাকবে।
সূত্র: ম্যাশেবল