হোয়াটসঅ্যাপে আসছে রঙিন স্ট্যাটাস দেওয়ার সুবিধা
ফেইসবুকের মত একই কোম্পানির অধিনস্ত হোয়াটসঅ্যাপে আসছে রঙিন স্ট্যাটাস এর সুবিধা। ফেইসবুক গত বছর ডিসেম্বরে এই ফিচারটি চালু করেছে। হোয়াটসঅ্যাপে এই ফিচারটি বর্তমানে বেটা ভার্সন ২.১৭.২৯১ এ পাওয়া যাবে। বর্তমানে তা পরীক্ষামূলক হওয়ায় সকল ব্যবহারকারী এই ফিচারটি নাও পেতে পারেন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারটির জন্য ক্যামেরা আইকনের উপর পেন্সিল বাটনযুক্ত করা হয়েছে। পেন্সিল বাটনে ক্লিক করে ব্যবহারকারীরা রঙিন স্ট্যাটাস দিতে পারবেন।
এই ফিচারে ব্যবহারকারী ইমোজি,ফ্রন্ট এবং কালার পরিবর্তণ করতে পারবেন। স্ট্যাটাস সম্পূণ হলে ব্যবহারকারী সবুজ তীরে চিহ্নে ক্লিক করে তা পোস্ট করতে পারবেন।
হোয়াটসঅ্যাপে প্রতিমাসে ১.৩ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে। প্রতিদিন ২৫০ মিলিয়নের বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে।
Nice post!!! Hope it will be very helpful for all 🙂