জেনে নিন @ এর রহস্য
আমরা সবাই কম-বেশি ই-মেইল ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি জানি কিভাবে @ এর ব্যবহার শুরু হয়েছে? এর পিছনের রহস্য? কম মানুষই তা জানে। চলুন জেনে নিই @ এর রহস্য টেকপ্রেমী ইরফান এর সাথে।
ইন্টারনেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলো ই-মেইল। এর কোনো বিকল্প নেই। ই-মেইল খুলতে বা আদান-প্রদান করতে সবাইকে যে প্রতীকটি ব্যবহার করতে হয়, তা হলো @। ইন্টারনেট দুনিয়ায় এই প্রতীকের উচ্চারণ হলো ‘অ্যাট’।
ই-মেইলের উদ্ভাবক হলেন রে টমলিনসন। তিনি @ ব্যবহার করে সর্বপ্রথম ই-মেইল প্রেরণ করেন। ১৯৭১ সালে তিনি এই প্রতীকটি ব্যবহার করেন। তিনি কম্পিউটারের ‘কি বোর্ড’ থেকে @ প্রতীকটি বাছাই করেন। এই প্রতীকটি বাছাই করার পিছনে কারণ ছিলো তখনো ইন্টারনেট দুনিয়ায় এই প্রতীকটি ব্যবহার করা হতো না এবং কম্পিউটার প্রোগামিং এ ব্যবহৃত হয়নি।
১৯ শতকের আগে থেকেই @ প্রতীকটি ব্যবহার করা হতো। তখন টাইপরাইটারে এই প্রতীকটি ব্যবহার করা হতো। কম্পিউটার আসার পর এই টাইপরাইটের বিদায় হয় কিন্তু ঠিকই কম্পিউটারের কি-বোর্ডে প্রতীকটি জায়গা করে নেই।
তখন @ প্রতীকটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হতো। তা নিয়ে হাউস্টন বলেছেন, একগুচ্ছ পণ্যের প্রতিটির একই দাম বোঝাতে @ ব্যবহৃত হতো। যেমন : এক ছড়া কলার প্রতিটির দাম ৫ পাউন্ড বোঝাতে লেখা হতো ‘@ ৫’।
জর্জিও স্ট্যাবাইল বলেন, @ প্রতীকের ব্যবহার ও অর্থ একেক দেশে একেক রকম। তুরস্কে @ প্রতীকের অর্থ গোলাপ। কাউকে এই প্রতীক পাঠালে তুর্কিরা সহজেই বুঝে যায় ভালোবাসা নিবেদন করা হচ্ছে। কিন্তু নরওয়েতে এই প্রতীকের অর্থ ‘শূকরের লেজ’। গ্রিসে এর অর্থ হাসের ছানা। হাঙ্গেরিতে @-এর অর্থ ‘গরম’।
স্ট্যাবাইল বলেন, ফ্রান্স, স্পেন ও পর্তুগালে @-এর অর্থ ওজন পরিমাপক একক। আবার ইতালিতে ‘অ্যাট’-কে বলা হয় অ্যাম্ফোরা। এর মানে লম্বা গলাযুক্ত পাত্রের মজুদ।
বর্তমান যুগে @ এর ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। প্রোগামিং দুনিয়ায় @ এর ব্যবহার করা হয়। যেমন- সিএসএস, জাভা, সুইফট, পিএইচপি, পাইথন আরো বিভিন্ন ক্ষেত্রে @ এর ব্যবহার হয়ে থাকে।
আরো অনেক রহস্য রয়েছে @ কে ঘিরে। এই রহস্যময় @ আমরা প্রতিদিন বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি এবং তা আমাদের জীবনের সঙ্গী হয়ে উঠেছে।
তথ্য- ইন্টারনেট