নতুন ফিচার ‘ওয়াচ’ নিয়ে আসছে ফেইসবুক
নতুন ভিডিও সেবা চালু করতে যাচ্ছে ফেইসবুক। নতুন এই ভিডিও সেবার নাম হলো ‘ওয়াচ’। মূলত ইউটিউবের সাথে পাল্লা দেওয়ার জন্য ফেইসবুক এই সেবা চালু করতে যাচ্ছে।
এ বিষয়ে ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, ওয়াচে রিয়েলিটি শো, খেলা কিংবা কমেডি শোও দেখা যাবে। ওয়াচের কিছু ভিডিও তৈরি করবেন পেশাদার ভিডিও নির্মাতারা। বাকি ভিডিওগুলো তৈরি হবে ফেইসবুক ব্যবহারকারীদের দ্বারা।
ফেইসবুকের এই নতুন ফিচারটি ইউটিউবের মতই। ব্যবহারকারী নিজের ফিডের বাইরের ভিডিও দেখতে পারবে। ব্যবহারকারী ইচ্ছেমত ওয়াচলিষ্ট বানাতে পারবে।
এখন পর্যন্ত এই সেবাটি যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারী ব্যবহার করতে পারছেন। খুব শীঘ্রই তা সকল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ফেইসবুক।
সূত্র- টেকক্রাঞ্চ