মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

সনি সি প্রাইম এ ৬ইঞ্চি পর্দা ৮ জিবি র‍্যাম

নতুন ফোন বাজারে আনছে সনি। এর মডেল হলো সনি এক্সপেরিয়া সি প্রাইম। ফোনটির সবচেয়ে আর্কষণীয় ব্যাপার হলো ৮ জিবি র‍্যাম।

সম্প্রতি একটি ব্লগ পোস্টে এটি ফাঁস হয়ে যাই। ফাঁস হওয়া তথ্য মতে, এই ফোনটিতে থাকছে ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ফোনটির বিল্টইন মেমোরি হলো ২৫৬ জিবি। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে। এর ব্যাটারি ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার।

ছবি তোলার জন্য ফোনটিতে থাকছে ৩৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ফোনটি সম্পর্কে অফিশিয়ালি জানা যেতে পারে সেপ্টেম্বরে।

একনজরে দেখে নিন এর ফিচারগুলো-

1. 6.0-inch Full HD with a resolution of 2780 x 3690 pixels

2. 4K display

3. Qualcomm Snapdragon 845 Chipset

4. RAM 8GB

5. ROM 256GB (Expand it up to 256GB via microSD)

6. Rear Camera 38MP

Front Camera 24MP

7. Android Oreo 8.0

8. 5500mAH non-removable battery

9. Waterproof

ফোনটির দাম হতে পারে ৮০০ ডলার।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।