টিপস/ট্রিক্সভিডিও

কিভাবে ইউটিউব ভিডিও দেখাবে ফেসবুক ভিডিও’র আদলে

যাদের ইউটিউব এ  চ্যানেল আছে এবং ফেসবুক এ ইউটিউব এর ভিডিও শেয়ার করতে চান ফেসবুক এর ভিডিওর মতো তাদের জন্য এই চমৎকার টিপ্সটি তাও ভিডিও টিউটোরিয়াল সহ, টেকপ্রেমী নীরব এর সাথে

ইউটিউব এর ভিডিও যখন ফেসবুক এ আপলোড দেয়া হয় তখন ওই ভিডিও ক্লিক করলে ডিরেক্ট প্লে না এবং থার্ডপার্টি ওয়েবসাইট হিসেবে দেখায়। আমরা ফেসবুক এ ডিরেক্ট ভিডিও  আপলোড দিলে যেমন দেখা ইউটিউব এর ভিডিও শেয়ার করলে তেমন দেখায় না।

আজকে আমি সেটাই দেখাব যে কিভাবে ইউটিউব এর  ভিডিও ফেসবুক আপলোড দিবেন একদম ফেসবুক এর ভিডিওর মতো।

বেশ কথা না বলে শুরু করি

  1. যে ভিডিও ফেসবুক এ শেয়ার করবেন সেই ভিডিওর লিংক কপি করুন
  2. এরপর লিংক(yt2fb.com/classic/) এ যান
  3. দেখবেন একটা বক্স আছে সেই বক্সে ইউটিউব এর লিংক তা পেস্ট করে কনভার্ট এ ক্লিক করুন
  4. তারপর copy URL এ ক্লিক করে আপনার নতুন লিংক টি কপি করুন

এখন আপনি এই লিংকটি ফেসবুক এ টিউন করুন দেখবেন ফেসবুক এ ডিরেক্ট ভিডিও আপলোড দিলে যেভাবে ভিউ হয় সেভাবে হচ্ছে।


এডিটর আপডেটঃ

এছাড়াও আরো সাইট দিয়ে একই ধরনের কাজ করতে পারেন। যেমনঃ

  1. স্করপএইচকিউঃ www.scorphq.com/YouTube/Generator/
  2. ক্রিয়েট ইউটিউবঃ http://createyoutube.com/
  3. ইউ২ইউঃ http://you2u.be

কিভাবে ইউটিউব ভিডিও দেখাবে ফেসবুক ভিডিও’র আদলে ভিডিও টিউটোরিয়ালঃ

কোন সমস্যা হলে জানাবেন, ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।