মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

মিডরেঞ্জের ওয়ালটন প্রিমো জিএম২ প্লাসঃ র‍্যাম রম ক্যামেরার দারুন সমন্বয়

ওয়ালটন প্রিমো জিএম২ সিরিজের নতুন সংস্করণ প্রিমো জিএম২ প্লাস বাজারে এনেছে। তাদের এই নতুন সংস্করণে বাড়ানো হয়েছে র‍্যাম, স্টোরেজ এবং ক্যামেরার মান।

৫ ইঞ্চির ফোনটিতে আছে ২ দশমিক ৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে, ২জিবি র‍্যাম, ১৬জিবি রোম যা ৬৪জিবি পর্যন্ত বাড়ানো যাবে, ১ দশমিক ৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর, পিছনে থাকছে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা, ফ্রন্টে থাকছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ফোনটির অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড নোগাট ৭.০।

একনজরে দেখে নিন ফোনটির সকল ফিচার:

  • 1. 5.0 inches, HD 1280 x 720 Pixels
  • 2. IPS Touchscreen, 2.5D curved glass
  • 3. RAM 2 GB
  • 4. ROM 16 GB
  • 5. Rear Camera 13MP
  • Front Camera 5MP
  • 6. SIM Card Type – Dual SIM (Micro SIM,       dual stand-by, 3G support in both SIM slots)
  • 7. Battery – Lithium-ion 4000 mAh
  • 8. Body & Weight – 146.5 x 72 x 9.6 millimeter, 167 grams
  • 9. Special Features – Mira Vision Display Technology, Multi Window, Integrated Battery Saver
  • 10. Other Features – Bluetooth, GPS, A-GPS, MP3, MP4, Radio, GPRS, Edge, Multitouch, Loudspeaker, OTA

ফোনটির দাম ধরা হয়েছে ৮ হাজার ৩৫০ টাকা।

 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।