নিজের ছবিকে কার্টুন/লোগো বানান খুব সহজেই
বর্তমানে অনেক মোবাইল অ্যাপ বের হয়েছে নিজের ছবিকে কার্টুন এ রূপান্তরিত করার কিন্তু অই সব অ্যাপ দিয়ে ভাল ভাবে হয় না। কোন অ্যাপ ভাল ভাবে করতে পারে না আর যেগুলো হয় তাও অনেক কষ্ট করতে হয় কারন মোবাইলে এডিট করা অনেক কঠিন সব চেয়ে বেস্ট হল ফটোশপ এ করা। আর আজকে আপনাদের সেটাই দেখাব।
ভিডিও দেখে যারা ফটোশপ ব্যবহার করতে না পারে তারও পাববে অনেক সহজ ভাবে দেখানো হয়েছে।
নিছে ভিডিও টি দেখে দেখে কাজ করুন কন প্রবলেম হলে জানাবেন।
https://www.youtube.com/watch?v=CSG8O6vcqh0