বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্জ দিন – ভিডিও সহ
সবাই কেমন আছেন? আমি ভালো আছি। টেকমাস্টার ব্লগে আমি এই প্রথম কিছু সেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। ভুল হলে মাফ করে দিবেন…
আজ আমি আপনাদের সাথে সেয়ার করবো কিভাবে আপনি আপনার মোবাইল বিদ্যুৎ ছাড়াই চার্জ দিবেন। কথাটা শুনে অবাক হচ্ছেন? আচ্ছা আমি এটার প্রমান ও করে দিবো শেষে…।
তো, প্রথমে আপনার একটি ভালো মোবাইল ব্যাটারী লাগবে সেটায় একটি বক্স এ বসিয়ে ক্যাবল লাগান। আর সেই ক্যাবল টি আপনার মোবাইলে সেট করুন দেখুন আপনার মোবাইল চার্জ হচ্ছে। এটিকে আপনি পাওয়ার ব্যাংক ও বলতে পারেন। আর ওই মোবাইল ব্যাটারী চার্জ করার জন্য একটি অটো চার্জার নিন।
যদি না বুঝেন তাহলে নিজের দেয়া ভিডিওটি দেখুন
[youtube https://www.youtube.com/watch?v=ShwNGbXS1tI]
ধন্যবাদ সবাইকে…।
আপনার ভিডিও টি দেখলাম। অসাধারন হয়েছে ভাই। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ছাত্র-ছাত্রীদের জন্য ও চ্যানেলটি অসাধারণ। আপনার চ্যানেলের সবগুলো ভিডিও অনেক ক্রিয়েটিভ। আপনার জন্য শুভকামনা রইলো। চালিয়ে যান।