টিপস/ট্রিক্সভিডিও

ইউটিউব এর ভিউ বাড়াতে অটোপ্লে

আসসালাম-ওয়ালাইকুম,

সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আজকে ১৫ ই আগস্ট বন্ধের দিন তাই ভাবলাম একটা টিউন দেই। বরাবর এর মতই টিউন এর পাশাপাশি ভিডিও থাকবে যারা আমার টিউন পরতে সমস্যা বা বেশি লেখা পরতে ভালো লাগে না তাদের ডাইরেক্ট আমার ভিডিও দেখলেই হবে কারন আমি আখানে জা টিউন করি সেটা  ভিডিওতেও থাকে। ত ভিডিও দেখলেই হবে।

আবার কাজের কথা আশি।

আমাদের অনেকের ইউটিউব এ চ্যানেল থাকে এবং আমরা আমাদের ইউটিউব এর ভিডিও কোন ব্লগ বা ওয়েবসাইট এ টিউন করে থাকি। আমরা যদি চাই যে যখন আমাদের ওয়েবসাইট এ কেও ধুকবে তার সাথে সাথে ভিডিও চালু হয়ে যাবে সেই অপশন ও করা যাবে  আজকে আমি সেতাই দেখাব।

  • প্রথমে আপনি আপনার ইউটিউব এ যান তারপর যে ভিডিওটি ওয়েবসাইট এ দিতে চান অই ভিডিও টা ওপেন করুন
  • তারপর শেয়ার এ ক্লিক করুন তারপর Embed এ ক্লিক করুন। ওইখানে যে কোড টা আছে টা কপি করুন
  • এখন আপনার ব্লগ এ যান এবং  নিউ টিউন এ ক্লিক করুন তারপর HTML এ গিয়ে পাস্ট করুন
  • কোডটার ভিতরে কিছু পরিবর্তন করতে হবে width  এর আগে ecver=2 এর যায়গায় autoplay=1 দিবেন বাকি যেমন আছে তেমন ই থাকবে।

তারপর নরমাল ভাবেই আপনার টিউন লেখে টিউন করুন, না বুঝলে নিছের ভিডিও দেখুন –

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।