সর্বশেষ টেক নিউজ

গুগল ভয়েস সার্চে যুক্ত হল বাংলা ভাষা

গুগল ভয়েস সার্চ হলো কি-বোর্ড ছাড়া ভয়েস কমান্ডের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা। এই জনপ্রিয় ফিচারটি এতদিন ইংরেজিসহ বিভিন্ন ভাষায় ব্যবহার করা যেত। এতদিন এতে বাংলা ভাষা ব্যবহারের সুবিধা ছিলো না। অবশেষে গুগল তাদের এই ফিচারটিতে বাংলা ভাষা যুক্ত করেছে। 

যেভাবে গুগল ভয়েস দিয়ে বাংলা টাইপ করবেন

বাংলা ছাড়াও মোট ৩০টি নতুন ভাষা যুক্ত করা হয়েছে। এক ব্লগপোষ্টে বিষয়টি জানিয়েছে গুগল।

গুগল ভয়েস সার্চে যুক্ত হল বাংলা ভাষা 2

নতুন ৩০টি ভাষা যুক্ত হওয়ায় বিশ্বের মোট ১১৯টি ভাষাভাষী মানুষ নিজ ভাষায় গুগল ভয়েস সার্চ ব্যবহার করতে পারবে।

নতুন ভাষাগুলো এখনো সকল ব্যবহারকারীদের কাছে আসেনি। তবে গুগল জানিয়েছে, ভাষাগুলো ধীরে ধীরে সকল ব্যবহারকারীর কাছে এসে পড়বে।

 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।