যেভাবে গুগল ভয়েস দিয়ে বাংলা টাইপ করবেন
গুগল ভয়েস টাইপিং চমতকার একটি লিখন পদ্ধতি যার মাধ্যমে স্মার্টফোন এর সামনে কথা বললে সেটি ভয়েস টু টেক্সট কনভার্ট হয়ে লিখে ফেলবে আপনার হয়ে। সম্প্রতি গুগল ভয়েস সার্চে যুক্ত হল বাংলা ভাষা তাতো জেনেছি টেকপ্রেমী ইরফান এর কাছ থেকে। এখন জানবো কিভাবে বাংলায় গুগল ভয়েস টাইপিং করা যায়।
বর্তমানে বাংলাদেশি বাংলা সাপোর্ট করছে অর্থাৎ মুখে যা বাংলায় বলবেন আর তাই টাইপ হয়ে যাবে।
এটা সত্যি একটা যুগান্তকারী ব্যাপার স্যাপার এখন থেকে আর কেউ টাইপ করবেনা মুখে বলবে লেখা হয়ে যাবে, খুব মজার না ব্যাপার টা।
তবে এক্ষেত্রে সঠিক ও সুষ্ঠ উচ্চারন অত্যাবশ্যক।
যেভাবে বাংলায় ভয়েস টাইপ করবেনঃ
- # গুগল প্লে স্টোরে যান G board নামের এ্যাপস টি ইন্সটল করুন
- # এবার মোবাইলের সেটিংস অপশন থেকে ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুট অপশনে গিয়ে কারেন্ট কিবোর্ড হিসেবে জিবোর্ড সিলেক্ট করুন
- # এক ধাপ নীচে জিবোর্ড এ চাপ দিন এবং সেখানে ঢুকে ল্যাঙ্গুয়েজ হিসেবে Bangla(Bangladesh) সিলেক্ট করুন
- # এবার ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুট ফিরে এসে গুগল ভয়েস টাইপিং এ ঢুকুন
এখানে ইংরেজি অপশন বন্ধ করে দিয়ে একেবারে নীচের দিকে থাকা বাংলা ভাষায় লেখা বাংলা ব্রাকেট বাংলাদেশ সিলেক্ট করুন
সেটিংস এর কাজ শেষ
এবার মেসেজ বা ফেসবুকে ঢুকে টাইপ মোডে যান এবং স্পেসবার চেপে ধরে গুগল ভয়েস টাইপিং অপশন নিন
এখন আপনি বাংলায় কথা বললে সেটা স্কিনে বাংলায় টাইপ হতে থাকবে ।
তথ্য কৃতজ্ঞতাঃ বিল্লাহমামুন