সেলফি কিং ওয়ালটন জেডএক্স ৩
সেলফি প্রেমীদের জন্য ওয়ালটন আনছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার স্মার্টফোন। যাকে সেলফি কিং বলা হচ্ছে। জেডএক্স থ্রি ফোনের প্রধান আকর্ষণ হলো এর ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ফ্রন্ট ক্যামেরা অ্যাপারচার সাইজ এফ২.০ এবং ৪ সেলের লাইট সেন্সর প্রযুক্তি। এর ফলে কম আলোতে তোলা যাবে নিখুঁত ছবি। পিডিএএফ প্রযুক্তি থাকায় ০.১ সেকেন্ডেই স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরার ফোকাস সেট করবে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ফোনটিতে থাকছে ৪জিবি র্যাম এবং ৬৪জিবি ফোন মেমরি। যা ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এতে আরো থাকছে ২.৫ গিগাহার্জের কোর্টেক্স-এ৫৩ অক্টাকোর প্রসেসর। ব্যবহারকারীকে উন্নতমানের গেমিং অভিজ্ঞতা দিতে থাকছে মালি-টি ৮৮০।
ফোনটির পেছনে রয়েছে ১৩ এবং ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। যার ফলে ব্যবহারকারীরা ডিএসএলআর এর অনুভূতি পাবে।
দীর্ঘক্ষণ ব্যবহারের থাকছে ৪হাজার ৫৫০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি।
ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় কম সময়ে ফুল চার্জ হবে।
ফোনটির অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড নুগাট ৭.০।
ব্যবহারকারীর সুরক্ষার জন্য থাকছে ফিঙ্গারপপ্রিন্ট এবং এতে ৫ আংগুল ব্যবহার করা যাবে।
ফোনটির দাম হতে পারে ৩২ থেকে ৩৩ হাজারের মধ্যে। থাকছে ১২ মাসের কিস্তির সুবিধা।