গেমিং ল্যাপটপ সবচেয়ে পাতলা আসুস’র
তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস বাজারে নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ। এই ল্যাপটপটির মডেল হল আসুস আরজি জেফিরাস।
আসুস আরজি জেফিরাস গেমিং ল্যাপটপটি ফুল এইচডি ডিসপ্লে, সাইজ ১৫.৬ ইঞ্চি।
ল্যাপটপটিতে গ্রাফিক্স কার্ড হিসেবে আছে এনভিডিয়া জিটিএক্স ১০৮০। প্রসেসর ইনটেল কোর আই ৭ কাবি লেক।
২৪ জিবি এসডি র্যাম, এনভিডিয়া জি-সিঙ্ক ও এন্টি গ্লেয়ার কোটি ব্যবহৃত হয়েছে। ল্যাপটপটি ঠান্ডা রাখতে এরো এক্সিলেরোমিটার টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
আরো রয়েছে হালের জনপ্রিয় ইউএসবি টাইপ সি পোর্ট। সাথে থাকবে ৪টি ইউএসবি ৩.০ পোর্ট, ব্লুটুথ, এইচডিএমআই, ওয়াইফাই ও ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।
ল্যাপটপটিতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ডিফল্ট করা হয়েছে।
৩ কেজি ওজনের এই গেমিং ল্যাপটপটির দাম ৩লক্ষ ৭৯ হাজার ৭৮ টাকা।