উইন্ডোজটিউটোরিয়ালটিপস/ট্রিক্স

উইন্ডোজ ১০ঃ গুগল ক্রোম ও স্কাইপ’র সেটিং পরিবর্তন

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম এ প্রোগ্রাম চালু কিন্তু পিসি সাময়িকভাবে হ্যাং হয় কিংবা স্লো হয়ে যায়। এই সমস্যার কারণ হলো পিসির হার্ড ড্রাইভ প্রায় ১০০% কাজ করে। এ অবস্থায় পিসির অন্য কোনো কাজ করার মত অতিরিক্ত রিসোর্স থাকে না, এমনকি অপারেটিং সিস্টেমের কাজও হবে না। এর ফলে সাধের পিসি স্লো হবে বা সম্পূর্ণরূপে হ্যাং করতে পারে। উইন্ডোজ ১০ এর একটি সাধারণ ও কমন সমস্যা যা ঠিক করবো টেকপ্রেমী ইরফান এর মাধ্যমে জানবো কিভাবে খুব সহজেই উইন্ডোজ ১০ এ ১০০% ডিস্ক/সিপিউ ইউজেস সমস্যার সমাধান

উইন্ডোজ ১০ঃ গুগল ক্রোম ও স্কাইপ'র সেটিং পরিবর্তন 2

করা যায়।

কিন্তু প্রথমে আপনার জানতে হবে ১০০% ডিস্ক ব্যবহারই আপনার পিসির

আসল সমস্যা নাকি। আর যদি তা না জানেন তাহলে নিম্নোক্ত নিয়মে জেনে নিনঃ

খুঁজে বের করুন যে কারণে আপনার উইন্ডোজ ১০ হার্ড ড্রাইভ অতিরিক্ত কাজ করে

উল্লেখ্য, আপনার হার্ড ড্রাইভ বেশি কাজ করা হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি কিছু সময় নিতে পারে।

১. উইন্ডোজ সার্চ বারে যান এবং লিখুন ‘task manager’। এরপর তা সিলেক্ট করুন।

২. Processes ট্যাবের Disk কলামে দেখুন। এখানে যদি ১০০% থাকে(অথবা ১০০% এর কাছাকাছি থাকে) তাহলে আপনার পিসির হার্ড ড্রাইভ অতিরিক্ত কাজ করে।

উইন্ডোজ ১০ঃ গুগল ক্রোম ও স্কাইপ'র সেটিং পরিবর্তন 3

 

উইন্ডোজ ১০ এর ডিস্ক ১০০% ব্যবহার করার সমস্যা সমাধান


এই সমস্যা সমাধানের কিছু উপায় উল্লেখ করা হলো। এখানে উল্লেখিত সকল উপায় আপনাকে ব্যবহার করতে নাও হতে পারে। নিচে সমাধানটি দেখুন

১. উইন্ডোজ সার্চ বন্ধ করুণ

২. SuperFetch সার্ভিস বন্ধ করুণ

৩. ডিস্ক চেক করা

৪. ভারচুয়াল মেমরি রিসেট করুণ

৫. কিছুক্ষণের জন্য এন্টিভাইরাস সফটওয়্যার বন্ধ করুণ

৬. গুগল এবং স্কাইপের সেটিং পরিবর্তন করুণ

৭. পিসির StorAHCI.sys ড্রাইভারটি ঠিক করুন

৮. ডিভাইস ড্রাইভার আপডেট করুণ


গুগল ক্রোম এবং স্কাইপের সেটিং পরিবর্তন করুণ


কিছু কারণে গুগোল ক্রোম এবং স্কাইপের ফলে ডিস্কের সমস্যা হতে পারে। কিভাবে তার সমাধান করবেন তা উল্লেখ করা হলো-

১. গুগোল ক্রোমে তিন ডট আইকন দেখতে পাবেন তাতে ক্লিক করুণ এবং Settings সিলেক্ট করুণ।

উইন্ডোজ ১০ঃ গুগল ক্রোম ও স্কাইপ'র সেটিং পরিবর্তন 4

২. নিচের দিকে যান এবং Advanced এ ক্লিক করুণ।

উইন্ডোজ ১০ঃ গুগল ক্রোম ও স্কাইপ'র সেটিং পরিবর্তন 5

৩. Privacy and Security ক্যাটাগরিতে দেখুন। দেখে নিন Use a prediction service to load pages more quickly তা বন্ধ আছে কিনা।

উইন্ডোজ ১০ঃ গুগল ক্রোম ও স্কাইপ'র সেটিং পরিবর্তন 6

৪. দেখে নিন স্কাইপ যেন অফ থাকে।

৫. উইন্ডোজ এক্সপ্লোরার থেকে C:\Program Files (x86)\Skype\Phone\ এ যান।

উইন্ডোজ ১০ঃ গুগল ক্রোম ও স্কাইপ'র সেটিং পরিবর্তন 7

৬. রাইট ক্লিক করুণ skype.exe তে এবং properties সিলেক্ট করুণ।

উইন্ডোজ ১০ঃ গুগল ক্রোম ও স্কাইপ'র সেটিং পরিবর্তন 8

৭. Security ট্যাবে যান এবং Edit সিলেক্ট করুণ।

উইন্ডোজ ১০ঃ গুগল ক্রোম ও স্কাইপ'র সেটিং পরিবর্তন 9

৮. ALL APPLICATION PACKAGES এ ক্লিক করুণ এবং Write এ Allow টিক বক্সে এ ক্লিক করুণ। তারপর Ok দিয়ে সেইভ করুণ।

উইন্ডোজ ১০ঃ গুগল ক্রোম ও স্কাইপ'র সেটিং পরিবর্তন 10

 

এখন দেখুন আপনার ডিস্কের Task Manager। আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।