উইন্ডোজ ১০ঃ ভার্চুয়াল মেমরি রিসেট
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম এ প্রোগ্রাম চালু কিন্তু পিসি সাময়িকভাবে হ্যাং হয় কিংবা স্লো হয়ে যায়। এই সমস্যার কারণ হলো পিসির হার্ড ড্রাইভ প্রায় ১০০% কাজ করে। এ অবস্থায় পিসির অন্য কোনো কাজ করার মত অতিরিক্ত রিসোর্স থাকে না, এমনকি অপারেটিং সিস্টেমের কাজও হবে না। এর ফলে সাধের পিসি স্লো হবে বা সম্পূর্ণরূপে হ্যাং করতে পারে। উইন্ডোজ ১০ এর একটি সাধারণ ও কমন সমস্যা যা ঠিক করবো টেকপ্রেমী ইরফান এর মাধ্যমে জানবো কিভাবে খুব সহজেই উইন্ডোজ ১০ এ ১০০% ডিস্ক/সিপিউ ইউজেস সমস্যার সমাধান
করা যায়।
কিন্তু প্রথমে আপনার জানতে হবে ১০০% ডিস্ক ব্যবহারই আপনার পিসির
আসল সমস্যা নাকি। আর যদি তা না জানেন তাহলে নিম্নোক্ত নিয়মে জেনে নিনঃ
খুঁজে বের করুন যে কারণে আপনার উইন্ডোজ ১০ হার্ড ড্রাইভ অতিরিক্ত কাজ করে
উল্লেখ্য, আপনার হার্ড ড্রাইভ বেশি কাজ করা হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি কিছু সময় নিতে পারে।
১. উইন্ডোজ সার্চ বারে যান এবং লিখুন ‘task manager’। এরপর তা সিলেক্ট করুন।
২. Processes ট্যাবের Disk কলামে দেখুন। এখানে যদি ১০০% থাকে(অথবা ১০০% এর কাছাকাছি থাকে) তাহলে আপনার পিসির হার্ড ড্রাইভ অতিরিক্ত কাজ করে।
উইন্ডোজ ১০ এর ডিস্ক ১০০% ব্যবহার করার সমস্যা সমাধান
এই সমস্যা সমাধানের কিছু উপায় উল্লেখ করা হলো। এখানে উল্লেখিত সকল উপায় আপনাকে ব্যবহার করতে নাও হতে পারে। নিচে সমাধানটি দেখুন
১. উইন্ডোজ সার্চ বন্ধ করুণ
২. SuperFetch সার্ভিস বন্ধ করুণ
৩. ডিস্ক চেক করা
৫. সাময়িক এন্টিভাইরাস সফটওয়্যার বন্ধ করুণ
৬. গুগল এবং স্কাইপের সেটিং পরিবর্তন করুণ
৭. পিসির StorAHCI.sys ড্রাইভারটি ঠিক করুন
ভার্চুয়াল মেমরি রিসেট করুণ
ভারচুয়াল মেমরিকে পিসির মূল মেমোরির একটি এক্সটেনশন মনে করা হয়। এটি র্যাম এবং হার্ড ড্রাইভের একটি অংশ। যখন কোনো প্রোগ্রাম চালু করার জন্য র্যাম যথেষ্ট পরিমাণ না থাকে তখন উইন্ডোজ আংশিকভাবে ফাইলগুলো এই মেমরিতে সংরক্ষণ করবে। প্রয়োজন হলে পুনরায় তা র্যামে সুইপ করুণ।
ভারচুয়াল মেমরি রিসেট করুণ
১. কি-বোর্ড থেকে উইন্ডোজ কি + Pause/ Break কি চাপুন। তারপর Advanced system setting সিলেক্ট করুণ।
২. Advanced ট্যাবে যান, Setting সিলেক্ট করুণ।
৩. আবার Advanced ট্যাবে যান এবং Change এ ক্লিক করুণ।
৪. দেখে নিন Automatically manage paging file size for all drives এ টিক না দেওয়া কিনা।
৫. আপনার উইন্ডোজ ড্রাইভ সিলেক্ট করুণ (c drive) এবং ভারচুয়াল মেমরির জন্য একটি Initial size এবং maximum size সিলেক্ট করুণ।
Initial Size – আপনার পিসির উপর ভিত্তি করে এই মানটি পরিবর্তিত হয়। যদি আপনি না জানেন কি পরিমাণ ব্যবহার করা হয় তাহলে যেকোনো পরিমাণে দিয়ে দিন।
Maximum Size- এইখানে খুব বেশি সেট করবেন না। আপনার র্যামের আকারের ১.৫ গুণ হতে হবে। উদাহরণস্বরূপ ৪ গিগাবাইট এর একটি র্যামের পিসিতে ৬,১৪৪ মেগাবাইট ভারচুয়াল মেমরি। এর থেকে বেশি হওয়া উচিত না।
ভারচুয়াল মেমরি করার পর আপনাকে Set এবং Ok তে ক্লিক করুণ।
৬. Temp ফাইল সব ক্লিয়ার করুণ। কি-বোর্ড থেকে Windows key + R চাপুন। টাইপ করুণ Temp এবং Enter চাপুন।
৭. সব ফাইল সিলেক্ট করে ডিলেট করে দিন।