সর্বশেষ টেক নিউজ

৮ম প্রজন্মের প্রসেসর উন্মুক্ত করছে ইন্টেল

চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল ৮ম প্রজন্মের প্রসেসর উন্মোচিত করেছে। এটি ৪০% বেশি গতিশীল। এর ফলে কাজ খুব তাড়াতাড়ি করা সম্ভব হবে। এই প্রসেসরগুলোর মডেল হল ‘আই সেভেন-৮৬৫০ইউ’, ‘আই সেভেন-৮৫৫০ইউ’, ‘আই ফাইভ- ৮৩৫০ ইউ’, ‘আই ফাইভ- ৮২৫০ ইউ’।
এই প্রসেসরটিতে রয়েছে ইন্টেলের টার্বো বুষ্ট ২.০। এটি দ্বারা প্রসেসরের কোর এবং গ্রাফিক্সের ক্ষমতা ও গতি নিয়ন্ত্রণ হবে। ইন্টেলের হাইপার-থ্রেডিং টেকনোলজি দিয়ে তৈরি এবং আটটি থ্রেড পর্যন্ত সমর্থন করবে।

৮ম প্রজন্মের প্রসেসর উন্মুক্ত করছে ইন্টেল 2
ইন্টেল তাদের নতুন প্রসেসরটি নিয়ে জানিয়েছে, এটি অতি মসৃণ ডিজাইনের। এতে ফোরকে, ভিআর, ভিডিও রেন্ডারিং এবং দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এই প্রসেসরের মাধ্যমে ছবি এডিটিং এর কাজ ৪৮% দ্রুত করা যাবে। ভিডিও রেন্ডারিং এর কাজ মাত্র ৩ মিনিটে করা সম্ভব হবে। ফোরকে ভিডিও অনেক ভালোভাবে উপভোগ করা যাবে।
৮ম প্রজন্মের এই প্রসেসরটি এখনো বাজারে আসেনি। আগামী মাস থেকে তা বাজারে পাওয়া যাবে।

 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।