অক্টোবরে আসছে গুগল পিক্সেল ২
অক্টোবরের ৫ তারিখ বাজারে আসতে যাচ্ছে গুগলের নতুন ২টি স্মার্টফোন। ফোন ২টি হল পিক্সেল ২ এবং পিক্সেল এক্সএল ২।
টুইটারে ইভান ব্লাস জানিয়েছে, ফোনটিতে ৮৩৬ স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয়েছে।
Google's second-generation Pixel handsets, powered by Snapdragon 836 SoC's, will be unveiled on October 5th.
— Evan Blass (@evleaks) August 24, 2017
মুসকি ও তিয়ামেন হল ফোন ২টির কোড নাম। তিয়ামেনের ডিসপ্লের আকার বড় এবং মুসকির ডিসপ্লের আকার ছোট হবে।
ফোনটির ফিচার সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি গুগল।
সূত্র- দ্যা ভার্জ