প্রতিবেদনমোবাইল-ম্যানিয়া

ইদ এ শাওমিতে বিশেষ ছাড় ও উপহার

বিশ্ববিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি আসন্ন ইদ উল আযহা উপলক্ষে দিচ্ছে বিশেষ ছাড় এবং উপহার। শাওমি তাদের বিজ্ঞপ্তিতে এই খবরটি নিশ্চিত করছে।

জেনে নিন ইদ অফারে স্মার্টফোনগুলোর দাম –

এমআই মিক্স ২ আসছে সেপ্টেম্বরে

১. রেডমি ৪ (২+১৬জিবি) – দাম ১০,৯৯০ টাকা

২. রেডমি ৪ (২+৩২জিবি) – দাম ১১,৯৯০ টাকা

৩. রেডমি ৪এক্স (২+১৬জিবি)- দাম ১৩,৪৯০ টাকা

৪. রেডমি ৪এক্স (৩+৩২জিবি) – দাম ১৫,৪৯০ টাকা

(উপরের সকল ডিভাইসের সাথে উপহার হিসেবে থাকছে একটি থার্মাল স্মার্ট বোতল।)

৫. রেডমি নোট ৪ (৩+৩২জিবি) – দাম ১৮,৪৯০ টাকা

৬. রেডমি নোট ৪ (৪+৬৪জিবি) – দাম ২১,৯৯০ টাকা

(এগুলোর সাথে উপহার হিসেবে থাকছে টি-শার্ট এবং থার্মাল স্মার্ট বোতল।)

৭. মি ম্যাক্স ২ (৪+৬৪জিবি) – দাম ২৮,৪৯০ টাকা

৮. মি ৬ (৬+৬৪জিবি) – দাম ৪৪,৯৯০ টাকা (সাথে থাকছে পাওয়ার ব্যাংক, টি-শার্ট এবং থার্মাল স্মার্ট বোতল)

৯. মি মিক্স (৬+২৫৬জিবি) – দাম ৬৯,৯৯০ টাকা (উপহার হিসেবে দেওয়া হবে মি ব্যান্ড ২)

প্রতিটি স্মার্টফোনের সাথে থাকছে স্ক্র্যাচ কার্ড। কার্ডটি ঘষলেই নিশ্চিত উপহার হিসেবে পেতে পারেন মি-সাইকেল, মি-ইলেকট্রিক স্কুটার, ঢাকা-বালি-ঢাকা এয়ার টিকিট, ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট, হাত ঘড়ি, নগদ ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়।

 

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।