সর্বশেষ টেক নিউজ

এক্সবক্স ১ উৎপাদন বন্ধের সিদ্ধান্তে মাইক্রোসফট

মাইক্রোসফট এক্সবক্স গেমিং কনসোলের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে যুক্তরাষ্টে এর বিক্রি বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। অনলাইনে এক্সবক্স ওয়ান অর্ডার করা যাচ্ছে না।

মাইক্রোসফট এক্সবক্স ওয়ান বাজারে উন্মুক্ত করেছিলো ২০১৩ সালের নভেম্বরে। এটি দেখতে ভিসিআর সেটের মত।

এক্সবক্স ওয়ান উৎপাদন বন্ধ করার পিছনে কারণ হলো গত জুন মাসে মাইক্রোসফট এক্সবক্স ওয়ান এক্স গেমিং কনসোল উন্মুক্ত করে। নতুন এই গেমিং কনসোলটি আগেরটা থেকে আকারে ছোট। কিন্তু এর কার্যক্ষমতা অনেক বেশি। একে ধরা হয় বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী গেমিং কনসোল। এক্সবক্স ওয়ান এক্স প্রতি মিনিটে ৬০টি ফ্রেম চালাতে পারে। সাথে থাকছে ৪কে আল্ট্রা এইচডি রেজুলেশনের ডিসপ্লে।

এক্সবক্স ওয়ান এক্স সনির প্লেস্টেশন ৪প্রোয়ের সাথে পাল্লা দিবে।

এক্সবক্স ওয়ান এক্স বাজারে আসবে ৭ই নভেম্বর। এর দাম হবে ৪০ হাজার ৫০০ টাকা।

তথ্য – বিজনেস স্ট্যান্ডার্ড

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।