যে সব স্মার্টফোন অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও আপডেট পাবে
গুগল কিছুদিন আগেই অ্যান্ড্রয়েড নতুন অপারেটিং সিস্টেমের নাম ঘোষণা করেছে ওরিয়ো নামে যার আকর্ষনীয় ফিচারগুলো বলে হয়েছে এই পোষ্ট এ।যাতে থাকে কালো চকলেট আর মাঝে থাকে সাদা ক্রিম।
নতুন এই অপারেটিং সিস্টেমটি বেটা সংস্করণ ছাড়া হয়েছে আরো আগে। তবে এটি সবার কাছে পৌঁছতে আরো সময় লাগবে। নতুন আপডেট সব মোবাইলে না পাওয়াও যেতে পারে। তবে গুগলের ডিভাইসগুলোতে সবার আগে তা পাওয়া যাবে।
গুগলের যে সকল ফোনে পাওয়া যাবে –
- পিক্সেল,
- পিক্সেল এক্সএল,
- নেক্সাস ৫এক্স,
- নেক্সাস ৬পি,
- নেক্সাস প্লেয়ার এবং
- পিক্সেল সি।
স্যামসাংয়ের যে সকল ফোনে পাওয়া যাবে –
- স্যামসাং গ্যালাক্সি এস৮ প্লাস,
- গ্যালাক্সি এস৮,
- গ্যালাক্সি এস৭ এজ,
- গ্যালাক্সি এস৭,
- গ্যালাক্সি এ৩,
- গ্যালাক্সি এ৫,
- গ্যালাক্সি এ৭,
- গ্যালাক্সি এ৮,
- গ্যালাক্সি জে৭ ম্যাক্স,
- গ্যালাক্সি জে৭ প্রো,
- গ্যালাক্সি জে৭ প্রাইম,
- গ্যালাক্সি এ৯,
- গ্যালাক্সি এ৭,
- গ্যালাক্সি এ৫ এবং
- গ্যালাক্সি এ৮।
সনির যে সকল ফোনে পাওয়া যাবে –
- এক্সজেড প্রিমিয়াম,
- এক্সপেরিয়া এক্সজেডএস,
- এক্সপেরিয়া এক্সএ১,
- এক্সপেরিয়া এল১,
- এক্সপেরিয়া এক্স কম্প্যাক্ট,
- এক্সপেরিয়া এক্সডেজ,
- এক্সপেরিয়া এক্স পারফরমেন্স,
- এক্সপেরিয়া এক্স এবং
- এক্সপেরিয়া এক্সএ১ আল্ট্রা।
আসুসের যে সকল ফোনে পাওয়া যাবে – জেনফোন সিরিজ ৩ এবং ৪।
এইচটিসির যে সকল ফোনে পাওয়া যাবে –
- HTC U11
HTC U Ultra
HTC U Play
HTC Desire 10 Pro
HTC Desire 10 Lifestyle
HTC 10 Evo
HTC 10
নকিয়ার যে সকল ফোনে পাওয়া যাবে – নকিয়া ৬, নকিয়া ৫ এবং নকিয়া ৩।
তথ্য – গেজেট স্নো
English e dile shubidha hoto
symphony zvii pabe?
পাবে না