বাজারে এসেছে অপ্পো এ ৭১
দেশের বাজারে উন্মুক্ত হলো অপ্পোর নতুন ফোন। ফোনটির মডেল হলো এ ৭১।
ফোনটিতে রয়েছে ৫.২ ইঞ্চির ডিসপ্লে। এর পাতলা মেটালিক ইউনি-বডি ডিজাইন ফোনটিকে হাতে ধরতে করেছে আরও সুবিধাজনক। এতে রয়েছে অক্টাকোর সিপিইউ। ফোনটির র্যাম ৩জিবি। রোম থাকছে ১৬জিবি। যা ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটিতে ছবি তোলার জন্য পিছনে ব্যবহার করা হয়েছে ১৩মেগাপিক্সেলের ক্যামেরা। যা কম আলোয় ভালো ছবি তুলতে পারবে। আর সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের বিউটিফাই ৪.০ ক্যামেরা।
ফোনটিতে ৩ হাজার মিলিঅ্যাাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে দ্রুত চার্জিং এর সুবিধা।
ফোনটি এই মাসের ৩০ তারিখ থেকে বাজারে পাওয়া যাবে। ফোনটি বাজারে দুটি রঙে পাওয়া যাবে গোল্ড এবং কালো। ফোনটির মূল্য ১৬ হাজার ৯৯০ টাকা।