অ্যান্ড্রয়েডসর্বশেষ টেক নিউজ

অ্যান্ড্রয়েড ওরিয়ো ৮’র আকর্ষনীয় ফিচারগুলো

অ্যান্ড্রয়েড এন এর পর গুগল তাদের ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করে অ্যান্ড্রয়েড ও নামে, যা কিনা শেষ পর্যন্ত ওরিও নামেই আত্মপ্রকাশ করে অগাস্ট এর ৩য় সপ্তাহেই।

নতুন এই সংস্করন এ থাকছেঃঅ্যান্ড্রয়েড ওরিয়ো ৮'র আকর্ষনীয় ফিচারগুলো 2

  • পিকচার ইন পিকচার মোড,
  • সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা ইমোজি,
    নোটিফিকেশন ব্যাজ,
    স্মার্ট টেক্সট সিলেকশন,
    উন্নত ব্যাটারি লাইফসহ
    সিস্টেম অপটিমাইজেশন,

মূলত গুগল পিক্সেল ও নেক্সাস সিরিজ এর কিছু ফোন এখন ওরিও আপডেট পাবার কথা থাকলেও
নন গুগল ফোনগুলোও বছরের শেষ প্রান্তে এই আপডেট পাবে বলে আশা করা যাচ্ছে।
জনপ্রিয় নোকিয়া জানিয়েছে তাদের নোকিয়া ৬, ৫, ৩ তিনটি ফোনই এই আপডেট এর আওতাধীন থাকবে।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।