নতুন পেনড্রাইভ বাজারে এনেছে অ্যাপাচার
অ্যাপাচার বাজারে নিয়ে এসেছে নতুন মডেলের একটি পেনড্রাইভ। দেশের বাজারে এর পরিবেশক টেক রিপাবলিক বাংলাদেশ লি.। নতুন এই পেনড্রাইভটির মডেল হলো এএইচ ৩৫৩।
এই পেনড্রাইভটির ধারণ ক্ষমতা অসাধারণ এবং সাথে রয়েছে দ্রুত ডাটা বিনিময় গতি।
এটি ১৬ জিবি, ৩২ জিবি এবং ৬৪ জিবি পাওয়া যাবে। এর ওজন মাত্র ৮ গ্রাম। এই পেনড্রাইভটি দুটি রঙ এর পাওয়া যাবে তা হলো সোনালী এবং কালো। সাথে থাকছে লাইফটাইম ওয়ারেন্টি।
নতুন এই পেনড্রাইভটির দাম যথাক্রমে সাতশো টাকা, ১হাজার ১০০ টাকা এবং ২ হাজার ৫০০ টাকা।