সর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপ এ ভেরিফাইড ব্যাজ

হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই ভেরিফাইড অ্যাকাউন্ট করবে, যাতে শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাইড করা হবে। এক ব্লগ পোস্টে জানানো হয়, হোয়াটসঅ্যাপ ভেরিফাইড অ্যাকাউন্টগুলোর সামনে একটা সবুজ টিক চিহ্ন থাকবে। এটা ফেসবুক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের মতোই দেখাবে এবং মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ভেরিফাইড অ্যাকাউন্টের সামনে নীল টিক চিহ্ন রয়েছে।
হোয়াটসঅ্যাপ কিছু সংখ্যক বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাইড করবে। অ্যাকাউন্টে ব্যবহার করা ফোন নম্বরটি যদি বিজনেসের হয় তাহলে অ্যাকাউন্ট ভেরিফাইড হবে। ভেরিফাইড হলে নামের সামনে সবুজ ভেরিফাইড ব্যাজ দেখা যাবে। অ্যাকাউন্ট ভেরিফাইড হলে ব্যবহারকারী তাদের চ্যাটিং ডিলিট করতে পারবে না। এতে যুক্ত হতে না চাইলে ব্যবহারকারী ব্লক করে দিতে পারবে।

সূত্র – প্রিয়

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।