যেমনটা হবে স্যামসাং জে ৭ প্লাস
ফাঁস হয়ে গেছে স্যামসাং জে ৭ প্লাসের ডিজাইন। স্যামসাং তাদের নতুন ফোন জে ৭ প্লাস আনতে যাচ্ছে। তবে এটি এখনো অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। কিন্তু খুব শীঘ্রই এই ঘোষণাটি আসবে। তাদের নতুন এই ফোনটি সর্বপ্রথম থাইল্যান্ডের বাজারে আসবে।
স্যামসাং জে ৭ প্লাসের ছবি এবং ভিডিও ফাঁস হয়ে গেছে। তা থেকে জানা যায়, ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে।
ফোনটিতে ২.৪গিগাহার্জ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৪জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। ইন্টারনাল মেমরি থাকছে ৩২ জিবি।
ফোনটিতে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য পিছনে থাকছে ১৩+৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটিতে ৩ হাজার মিলিঅ্যাাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
সূত্র – জিএসএমএরিনা