স্যামসাং প্রধানের ৫বছরের কারাদন্ড
বিশ্বের জনপ্রিয় মোবাইল নির্মাতা কোম্পানি স্যামসাং এর প্রধান লি জে ইয়ংকে ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
লি জে ইয়ংকে ঘুষ লেনদেন, অবৈধভাবে অর্থ আত্মসাৎ এবং সম্পদের প্রকৃত তথ্য গোপন করার অভিযোগে এই বছরের ফেব্রুয়ারী মাসে পুলিশ হেফাজতে নেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার সরকারি সুবিধা গ্রহণের বিনিময়ে সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের ঘনিষ্ঠ বন্ধু জোই সুন সিলের একটি প্রতিষ্ঠানকে ঘুষ দেন বলে অভিযোগ রয়েছে স্যামসাং এর প্রধান লি জে ইয়ং এর বিরুদ্ধে। আর সেই ঘুষের পরিমান ৩ কোটি ৬০ লাখ ডলার! দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে এই নিয়ে তীব্র প্রতিবাদ হলে লির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়।
তবে লি সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।