টেলিটক’র বিশেষ ইদ অফার
ইদ উপলক্ষে টেলিটক নিয়ে এসেছে বিশেষ অফার। ইদে পরিপূর্ণতা আনতেই টেলিটকের এই বিশেষ অফার।
৬৫ টাকার অফারটি চালু করার জন্য P66 লিখে ১১১ নম্বরে এসএমএস করুণ অথবা *১১১*৬৬# ডায়াল করুণ। ৬৫ টাকা রিচার্জ করার মাধ্যমেও এই অফারটি পেতে পারেন।
৬৫ টাকার অফারটিতে ব্যবহারকারী পাবে ৫ জিবি ডাটাসহ ৬০ মিনিট টকটাইম (৪০ মিনিট অন-নেট, ২০ মিনিট অফ-নেট)। এটি মেয়াদ ৫ দিন।
৯৭ টাকার অফারটি চালু করতে P67 লিখে ১১১ নম্বরে এসএমএস করুণ অথবা *১১১*৬৭# ডায়াল করুণ। ৯৭ টাকা রিচার্জ করে এই অফারটি নিতে পারেন।
৯৭ টাকার অফারে থাকছে ১০ জিবি ডাটাসহ ৯০ মিনিট টকটাইম (৬০ মিনিট অন-নেট এবং ৩০ মিনিট অফ-নেট)। এটির মেয়াদ ১০ দিন।
অফার চলাকালীন সময়ে ব্যবহারকারী যতখুশি ততবার অফারটি উপভোগ করতে পারবেন।অফার নেয়া যাবে ৫দিন (৩১ আগস্ট তার ০০:৫৯ থেকে ৫ সেপ্টেম্বর রাত ১১: ৫৯ পর্যন্ত)।
তো আর দেরী কেনো উপভোগ করুণ টেলিটকের এই বিশেষ অফার।