প্রতিবেদন

টেলিটক’র বিশেষ ইদ অফার

ইদ উপলক্ষে টেলিটক নিয়ে এসেছে বিশেষ অফার। ইদে পরিপূর্ণতা আনতেই টেলিটকের এই বিশেষ অফার। 

৬৫ টাকার অফারটি চালু করার জন্য P66 লিখে ১১১ নম্বরে এসএমএস করুণ অথবা *১১১*৬৬# ডায়াল করুণ। ৬৫ টাকা রিচার্জ করার মাধ্যমেও এই অফারটি পেতে পারেন।

৬৫ টাকার অফারটিতে ব্যবহারকারী পাবে ৫ জিবি ডাটাসহ ৬০ মিনিট টকটাইম (৪০ মিনিট অন-নেট, ২০ মিনিট অফ-নেট)। এটি মেয়াদ ৫ দিন।

৯৭ টাকার অফারটি চালু করতে P67 লিখে ১১১ নম্বরে এসএমএস করুণ অথবা *১১১*৬৭# ডায়াল করুণ। ৯৭ টাকা রিচার্জ করে এই অফারটি নিতে পারেন।
৯৭ টাকার অফারে থাকছে ১০ জিবি ডাটাসহ ৯০ মিনিট টকটাইম (৬০ মিনিট অন-নেট এবং ৩০ মিনিট অফ-নেট­)। এটির মেয়াদ ১০ দিন।

অফার চলাকালীন সময়ে ব্যবহারকারী যতখুশি ততবার অফারটি উপভোগ করতে পারবেন।অফার নেয়া যাবে ৫দিন (৩১ আগস্ট তার ০০:৫৯ থেকে ৫ সেপ্টেম্বর রাত ১১: ৫৯ পর্যন্ত)।

তো আর দেরী কেনো উপভোগ করুণ টেলিটকের এই বিশেষ অফার।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।