শাওমি ওয়াইফাই রাউটার কম বাজেটে সেরা
বর্তমান বাজারে কম বাজেটে সেরা শাওমি ওয়াইফাই রাউটার বেশ জনপ্রিয়। আজ দেখবো বাজারে বিদ্যমান শাওমি’র সেরা ওয়াইফাই রাউটার যা মিলবে কম বাজেটে।
শাওমি মি ওয়াইফাই রাউটার ন্যানো
শাওমির এই ওয়্যারলেস রাউটারটি বাজারের সেরা দামে সেরা রাউটার। ২০০০ টাকার মধ্যে আমার টেস্ট করা সবচেয়ে ভালো পারফর্মেন্স ওয়াইফাই রাউটার। কথায় বলে, ছোট মরিচে ঝাল বেশি।
উটার জগতে যদি বর্তমান বাজারের কথা ধরা হয় তাহলে হাতের তালুর সমান এই ছোট রাউটারটিই আপনাকে দিবে দুর্দান্ত কাভারেজ, স্ট্যাবল ওয়াইফাই সিগন্যাল এবং ভরসা।
আমার কথায় কেন বিশ্বাস করবেন, রাউটারটি দিয়ে করা ফিল্ড টেস্ট এর রেজাল্টই দেখে নিন নিজের চোখে, কম বাজেটের এই রাউটারটিই কি হতে পারে আপনার নিত্যদিনের ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার?
আমার নিজের হাতে করা এ টেস্ট দেখে সিদ্ধান্ত নিন কম বাজেটে আপনার জন্য কি এই রাউটারটিই উপযুক্ত?
ওয়াইফাই সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে কমেন্ট করুন মেহেদী হাসান ইউটিউব চ্যানেলে।
শাওমি ওয়াইফাই রাউটার এর ব্যবহার, সুবিধা, অসুবিধা, এপ্লিকেশন, ইত্যাদি সংগ্রহ ও সমাধান জানতে কমেন্ট করুন আজই ।