মোবাইল-ম্যানিয়া

শাওমি মি এ১ কম ব্যাটারি ক্যামেরা ফাটাফাটি

তুমুল জনপ্রিয় শাওমি, ভারতের বাজারে, গত ৫ই সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে, বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন এমআই এ১। ধারনা করা হচ্ছে শাওমি ৫এক্স নামে হাইপ তোলা সেটটিই এ১ নামে উন্মোচিত হয়েছে। এটি শাওমির ডুয়েল ক্যামেরা প্রযুক্তির একটি ফোন। বলা হচ্ছে বাজারে বিদ্যমান আইফোন ৭ এস বা ওয়ান প্লাস ৫ এর চেয়ে ভালো ছবি তুলবে এই স্মার্টফোনটি। শাওমি মি এ১ কম ব্যাটারি ক্যামেরা ফাটাফাটি 2

কারন এতে ব্যবহার করা হয়েছে ২টি ডুয়েল ক্যামেরা, যা ১২ মেগাপিক্সেলের। যা কিনা ওয়াইড এঙ্গেল ও টেলিফটো দুটোতেই ভালো মানানসই হবে। এতে ব্যবহার করা হয়েছে ২এক্স অপটিক্যাল লেন্স। আর সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে কর্ণিক গরিলা গ্লাস।

এতে স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টাকোর প্রসেসর।

এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র‍্যাম। এর ইন্টারনাল মেমরি ৬৪ জিবি। যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ব্যবহারকারীর সুরক্ষার জন্য থাকছে ফিঙ্গার প্রিন্ট সুবিধা।

দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ৩০৮০ মিলিঅ্যাাম্পিয়ারের ব্যাটারি। দ্রুত চার্জিং এর জন্য থাকছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। এর ফলে ব্যবহারকারী খুব দ্রুত ফোন চার্জ দিতে পারবে।

বাজারে এর তিনটি রঙ পাওয়া যাবে কালো, গোল্ড এবং রোজ গোল্ড।

এতে থাকছে অ্যান্ড্রয়েড নউগেট যা কিনা নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ওরিও ৮.০ এও আপডেট করা যাবে।

শাওমি এ১(৫ক্স) প্রিভিউঃ


বাজারে এর মূল্য হবে  ১৯ হাজার টাকা।

ইরফান

জানতে এবং জানাতে ভালোবাসি। তবে প্রযুক্তি নিয়ে জানার আগ্রহটা আরো বেশি তাই নিজে যা জানি তা তুলে ধরি টেকমাস্টার ব্লগ এবং টেকি নাউ। প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক টুইটার বিশেষ প্রয়োজেনে ইমেইল hi.mdirfan07@outlook.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।