তথ্য-প্রযুক্তি-ও-বিজ্ঞান

ঝামেলাহীন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ডক্টোরোলায়

ডক্টরোলা ডট কম দেশের প্রথম অনলাইন কল সেন্টার নির্ভর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সেবা। এতে বড় ও জনপ্রিয় হসপিটাল( স্কয়ার, অ্যাপলো সহ দেশের স্বনামধন্য ৫০০+ হাসপাতালের ৭৫০০+ বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে সহজেই।
সম্প্রতি বাংলাদেশ আই হসপিটাল ও এই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবাতালিকায় যুক্ত হয়েছে।
এতে করা আপনাকে আর দাঁড়াতে হবেনা কোন লাইনে আর পোহাতে হবেনা ঝামেলা। ঘরে বসেই হবে খোজ ও সিরিয়াল।
এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ ব্যাপারে সকলে একমত হন।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।